ধোনি-আফ্রিদিদের দ্বৈরথ দেখতে গণছুটির দাবি ট্যাক্সি চালকদের

ধোনি-আফ্রিদিদের দ্বৈরথ দেখতে গণছুটির দাবি ট্যাক্সি চালকদের

taxi kআগামী ১৫ ফেব্রুয়ারি, রোববার বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর ভারত-পাক ম্যাচ মানেই ‘মাদার অফ অল ব্যাটল’৷ এবং সেই দিনই ট্যাক্সিহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গোটা অ্যাডিলেড শহরজুড়ে৷ ভাড়া বৃদ্ধির দাবিতে কোনো ধর্মঘট নয়, ট্যাক্সি কার্যত না থাকার পিছনে রয়েছে বিশ্বকাপের ম্যাচ!

জানা গিয়েছে, ওই দিন ট্যাক্সি চালকেরা একদিনের জন্য কাজ ভুলে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, অ্যাডিলেডের ৬০ থেকে ৭০ শতাংশ ট্যাক্সিচালক ভারতীয় বংশোদ্ভূত। তারা অ্যাসোসিয়েশনের কাছে একদিনের জন্য গণছুটির আবেদন করেছেন৷ সবকিছু ভুলে ওইদিন শুধুমাত্র ভারত-পাক ম্যাচ উপভোগ করতে চানা তারা। এক ট্যাক্সিচালক জানিয়েছেন, ২০ ডলারের টিকিটের মূল্য কালোবাজারে ২০০ ডলারে বিক্রি হচ্ছে। ফলে, সবাই মাঠে গিয়ে খেলা দেখবেন এমনটা নয়, যারা পারবেন না তারা বাইরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবেন বলে জানিয়েছেন জনৈক ওই ট্যাক্সিচালক।

খেলাধূলা