গালফনিউজে ওয়ালটনের প্রশংসা

গালফনিউজে ওয়ালটনের প্রশংসা

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম গালফনিউজের অন লাইন সংস্করণে বাংলাদেশ এবং ওয়ালটনের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

৬ মার্চ প্রকাশিত ওই খবরে ওয়ালটনকে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য তৈরির ক্ষেত্রে ‘জায়ান্ট’ বলে অখ্যায়িত করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশ ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এন্টারস জিসিসি মার্কেট’।

প্রতিবেদনে এ খাতের উন্নয়নে বাংলাদেশকে ভারত এবং চীনের সঙ্গে তুলনা করা হয়েছে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যের বাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের প্রবেশ এবং ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ার কথাও বলা হয়েছে।

খবরে বলা হয়, কাতার এবং দুবাইভিত্তিক দুটি কোম্পানির মাধ্যমে মধ্যপ্রাচ্যে বাজারজাত করা হচ্ছে বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ওয়ালটন’। বাংলাদেশের সবচেয়ে বড় ওই গৃহপণ্য তৈরির কারখানায় কাজ করছেন ১২ হাজার মানুষ। প্রায় ৫ হাজার আউটলেটের মাধ্যমে ওয়ালটন সারা দেশে ফ্রিজ, এসি, মোটরসাইকেল, এলসিডি ও এলইডি টিভি, ডিভিডি প্লেয়ার ইত্যাদি বাজারজাত করছে। কোম্পানিটি বছরে ১৪ লাখ ফ্রিজ, তিন লাখ করে মোটরসাইকেল ও এয়ারকন্ডিশনার এবং ১০ লাখ টিভি সেট তৈরি করছে। বিশেষ করে দুবাই হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং আফগানিস্তানে পণ্য পাঠানোর কথাও বলা হয়েছে।

ওই খবরে আরো বলা হয়েছে, উল্লিখিত পণ্য তৈরি ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাংলাদেশ এখন বড় রকমের অগ্রগতির ধারায়। হাই পটেনশিয়াল মার্কেট হিসেবে বাংলাদেশকে ভারত এবং চীনের সঙ্গে তুলনা করা হয়েছে।

বাংলাদেশের স্থানীয় ব্র্যান্ডের প্রশংসা করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুণগত উচ্চমান এবং মূল্য সাশ্রয়ী হওয়ায় ওয়ালটন ব্র্যান্ড দ্রুত গ্রাহকপ্রিয় হয়ে উঠেছে। গ্রাহকরা এ বিষয়ে সচেতন হচ্ছেন এবং মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে স্থানীয় ব্র্যান্ডের পার্থক্য দ্রুত কমে আসছে।

অর্থ বাণিজ্য