জাতীয় পতাকা হাতে রাস্তায় দাঁড়াচ্ছেন ব্যবসায়ীরা

জাতীয় পতাকা হাতে রাস্তায় দাঁড়াচ্ছেন ব্যবসায়ীরা

fbcciদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে রোববার জাতীয় পতাকা হাতে রাস্তায় দাঁড়াচ্ছেন ব্যবসায়ীরা। দেশের প্রতিটি জেলায় ব্যবসায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশনের সামনে দুপুর ১২টা থেকে ১৫ মিনিটের জন্য এ কর্মসূচি পালিত হবে।

এ সময় ব্যবসায়ীরা গাইবেন জাতীয় সংগীত। দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও- স্লোগানে এ কর্মসূচি পালন করতে সারাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই।

এ কর্মসূচি পালনে শনিবার রাজধানীতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এর আগে ২০১৩ সালের শেষ দিকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে সাদা পতাকা নিয়ে দেশজুড়ে মানববন্ধন করেছিলেন ব্যবসায়ীরা।

এদিকে, হরতাল-অবরোধের প্রতিবাদে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন করবে ১৪ দলীয় জোট।

অর্থ বাণিজ্য