আইএস জঙ্গিদের সঙ্গে বিএনপি-জামায়াতের পার্থক্য নেই: হানিফ

আইএস জঙ্গিদের সঙ্গে বিএনপি-জামায়াতের পার্থক্য নেই: হানিফ

hanif14ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে বিএনপি জামায়াতের কোনো ‘পার্থক্য নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

 

শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘আইএস জঙ্গিরা যেভাবে মানুষ পুড়িয়ে মারছে, তারাও [বিএনপি-জামায়াত] একই কাজ করছে। তারা তালেবান স্টাইলে এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। কিন্তু খালেদা জিয়ার সে স্বপ্ন পূরণ হবে না।’
বিএনপি-জামায়াত দেশে যা করছে, তা নিছক ‘সন্ত্রাসী কার্যকলাপ’- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি রাষ্ট্র সন্ত্রাসী কার্যকলাপ রুখতে যা যা করে, বর্তমান সরকারও তাই করবে। আইন প্রণয়নের মাধ্যমে সন্ত্রাসীদের রুখে দেয়া হবে। দেশের সাধারণ জনগণ সন্ত্রাসীদের রুখতে প্রশাসনকে সহযোগিতা করছে।’
শিগগিরই বিএনপি-জামায়াতের এই ‘সন্ত্রাস’ দূর হবে বলেও এসময় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, এস এম কামাল হোসেন, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, স ম জগলুল হায়দার এমপি, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, মিসেস রিফাত আমিন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুর ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মনসুর আহমেদ প্রমুখ।
কাউন্সিল শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০৪ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করবেন।
উল্লেখ্য, দীর্ঘ দশ বছর পর শনিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো। এর আগে ২০০৫ সালের ৮ এপ্রিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
রাজনীতি