পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লি.।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইট থেকে জানা গেছে, এদিন বেক্সিমকো লি. কোম্পানির মোট লেনদেন হয় ১২ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৩০০ টাকার।
এছাড়া বেক্সিমকো লি. কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৯৫ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ৯১ দশমিক ৫ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৯৪ দশমিক ৬ টাকা।
মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে বেক্সিমকো লি. কোম্পানির মোট লেনদেন হয় ১২ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা, আরএন স্পিনিং ৬ কোটি ৮১ লাখ এক হাজার ৭০০ টাকা, ইউনাইটেড এয়ার ৫ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা, গ্রামীণ ফোন ৫ কোটি ৪৪ লাখ ২১ হাজার টাকা, সামিট পাওয়ার ৫ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকা, এসআইবিএল ৪ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা, সাউথইস্ট ব্যাংক ৪ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা, এনসিসি ব্যাংক ৪ কোটি ১৩ লাখ ৪ হাজার ৯০০ টাকা, পিএলএফএসএল ৪ কোটি ৯ লাখ ১২ হাজার ৭০০ টাকা এবং ইউসিবিএল’র ৩ কোটি ৯৭ লাখ ৬ হাজার ১০০ টাকা।
ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ার ২৯ লাখ ৬২ হাজার ১০০ ভলিউম, এসআইবিএল ২২ লাখ ২৯ হাজার ২৫০ ভলিউম, সাউথইস্ট ব্যাংক ২০ লাখ ৫৬ হাজার ৫০০ ভলিউম, আরএন স্পিনিং ১৫ লাখ ৯৮ হাজার ২৫০ ভলিউম, এনসিসি ব্যাংক লি. ১৫ লাখ ৪৭ হাজার ২৫০ ভলিউম, বেক্সিমকো লি. ১৩ লাখ ২৯ হাজার ভলিউম, ইউসিবিএল ১১ লাখ ৫০ হাজার ৯৫০ ভলিউম, প্রাইম ব্যাংক লি. ৯ লাখ ১৩ হাজার ৫০০ ভলিউম, ন্যাশনাল ব্যাংক লি. ৮ লাখ ৮২ হাজার ৫০০ ভলিউম এবং ফু ওয়াং সিরামিকস ৮ লাখ ৩৬ হাজার ভলিউম।