আবারো অ্যাসোসাই গভর্নিং বোর্ডের সদস্য হলেন সিএজি আতাউল

আবারো অ্যাসোসাই গভর্নিং বোর্ডের সদস্য হলেন সিএজি আতাউল

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম এশিয়ান সুপ্রীম অডিট ইন্সটিটিউশনসমূহের (Asian Organization of Supreme Audit Institutions- ASOSAI) গভর্নিং বোর্ড-এর সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

গত ৩ মার্চ ভারতের জয়পুরে অ্যাসোসাই-এর দ্বাদশ সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১২-২০১৫ মেয়াদে গভর্নিং বোর্ড সদস্য পদে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায়। সম্মেলনে এশিয়া মহাদেশের ৪৫টি দেশের সুপ্রীম অডিট ইন্সটিটিউশনের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ এর আগে অ্যাসোসাই-এর অষ্টম, নবম এবং একাদশ সম্মেলনে গভর্নিং বোর্ড-এর নির্বাচিত সদস্য হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে।

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

অর্থ বাণিজ্য