বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম এশিয়ান সুপ্রীম অডিট ইন্সটিটিউশনসমূহের (Asian Organization of Supreme Audit Institutions- ASOSAI) গভর্নিং বোর্ড-এর সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
গত ৩ মার্চ ভারতের জয়পুরে অ্যাসোসাই-এর দ্বাদশ সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১২-২০১৫ মেয়াদে গভর্নিং বোর্ড সদস্য পদে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায়। সম্মেলনে এশিয়া মহাদেশের ৪৫টি দেশের সুপ্রীম অডিট ইন্সটিটিউশনের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ এর আগে অ্যাসোসাই-এর অষ্টম, নবম এবং একাদশ সম্মেলনে গভর্নিং বোর্ড-এর নির্বাচিত সদস্য হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।