বেসরকারি প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গাপুরস্থ প্রাইম এক্সচেঞ্জ’র মাধ্যমে প্রেরিত রেমিট্যান্স এখন থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে তোলা যাবে।
এ লক্ষ্যে রোববার সিঙ্গাপুরস্থ প্রাইম এক্সচেঞ্জ কোম্পানি পিটিই লিমিটেড এবং সোনালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকাস্থ প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদিত এ চুক্তিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রাইম এক্সচেঞ্জ কোম্পানি পিটিই লিমিটেড-এর পরিচালক এহসান খসরু এবং সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
সোমবার প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় সিঙ্গাপুরস্থ প্রাইম এক্সচেঞ্জ’র গ্রাহকদের পাঠানো রেমিট্যান্স দেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে তোলা যাবে।
উল্লেখ্য, প্রাইম এক্সচেঞ্জ কোম্পানি পিটিই লিমিটেড সিঙ্গাপুরে বাংলাদেশী কোনো বেসরকারি ব্যাংকের নিজস্ব মালিকানাধীন প্রথম এক্সচেঞ্জ হাউজ। ২০০৬ সাল থেকে এই এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের এবং অন্যান্য প্রবাসী যারা সিঙ্গাপুরে অবস্থান করছেন তাদের রেমিট্যান্স সেবা প্রদান করে আসছে।