জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত নতুন তিনটি নোট বাজারে আসছে বুধবার। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০, ২০ এবং ৫০ টাকার এই নোট বাজারে ছাড়া হচ্ছে। এর ফলে বাংলাদেশে প্রচলিত সকল ব্যাংকিং নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংযোজন করা হল। প্রাথমিকভাবে প্রতি মূল্যমানের নোট দশ লাখ পিস করে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। এসব নোটে সই করেছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান মঙ্গলবার বাংলানিউজকে জানান, ৭ মার্চ ঐতিহাসিক দিবস হিসেবে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এদিন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে নোটগুলো অবমুক্ত করবে।
বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বাজারে ছাড়ার জন্য ১০ টাকার ১ কোটি ৭৫ লাখ পিস, ২০ টাকার ১ কোটি ৫৫ লাখ পিস এবং ৫০ টাকার ২ কোটি ২৫ লাখ পিস নোট মুদ্রণ করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে প্রচলনের পর প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস নতুন ডিজাইনের এই নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ও সব বাণিজ্যিক ব্যাংক থেকে এই নোট সংগ্রহ করা যাবে।
তবে নতুন এই নোটের পাশাপাশি বাজারে প্রচলিত বর্তমানে কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।