খালেদার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

খালেদার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

student2পরীক্ষার সময় হরতাল-অবরোধ বন্ধের দাবিতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কয়েকশ’ শিক্ষক-শিক্ষার্থী। মানববন্ধন শেষে তারা বিএনপি চেয়ারপারসন বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

 

বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের নামের একটি সংগঠনের ব্যানারে বৃস্পতিবার দুপুর ১২টার দিকে ১৫/২০ জন শিক্ষক ও কয়েকশ’ শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করেন। তারা গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে প্রায় পৌনে একঘণ্টা অবস্থান করেন।
এসময় শিক্ষক-শিক্ষার্থদের হাতে সাদা পতাকা দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের হাতে ‘আমাদের পুড়িয়ে মেরো না’, ‘আমাদের পরীক্ষা দিতে দাও’, ‘পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিবে না’ সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান শেষে তারা বিএনপি নেত্রীর কার্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে একটি স্মারকলিপি দেন। বিএনপি নেত্রী বরাবর লেখা স্মারকলিপিতে পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ বন্ধের অনুরোধ করা হয়।
স্মারকলিপিটি দেন বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।

 

অন্যান্য