আরো অনেক যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হবে : আইনমন্ত্রী

আরো অনেক যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনা হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ১৯৭১ সালে যারা মানবতাবিরোধী অপরাধের মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিচারকাজ চলছে। এর মধ্যে আটকদের বিচার আশা করি এ বছরেই শেষ হবে।

এছাড়াও আরো অনেককে বিচারের আওতায় আনা হবে।

ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজিত ছড়াকার মুক্তিযোদ্ধা আলতাফ আলী হাসুর স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি শিল্পী ফকির আলমগীর।

সভার শুরুতে সাংবাদিক ফয়েজ আহমেদ, চিত্র পরিচালক আলমগীর কুমকুম ও অভিনেতা হুমায়ুন ফরীদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হককে সম্মননা ক্রেস্ট ও অর্থ তুলে দেন ব্যারিস্টার শফিক আহমেদ।

তিনি এ অর্থ থেকে জাদুঘর নির্মাণে আলতাফ আলী হাসুর স্মরণে দান করবেন বলে তার প্রতিক্রিয়ায় জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস ও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম।

অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী, যারা আটক রয়েছেন তাদের বিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সবাইকে আইন মোতাবেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু বিদেশে অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করে কেউ অপপ্রচার চালাচ্ছে।

আলোচনার শেষে ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।

বাংলাদেশ রাজনীতি