মিরসরাইয়ে যুবলীগ কর্মী হত্যা মামলায় আসামি ৫৮

মিরসরাইয়ে যুবলীগ কর্মী হত্যা মামলায় আসামি ৫৮

jublig mohiমিরসরাইয়ে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৫৮ জনের বিরুদ্ধে মামলা  করা হয়েছে।

রোববার রাতে মহিউদ্দিনের ছোট ভাই মো. ফিরোজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে আরো ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মধ্যম মহালংকা এলাকার মো. সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া জানান, নিহত মহিউদ্দিনের ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।  মামলায় ৩৩ জনের নাম উল্লেখ সহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নাম উল্লেখ আছে বলে জানান ওসি। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে রাজি হননি ওসি ইমতিয়াজ ভূঁইয়া।

শনিবার রাতে উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের মহালংকা জগদীশপুর গ্রামে নিজ ঘরে কুপিয়ে,পুড়িয়ে হত্যা করা হয় যুবলীগ কর্মী  মো. মহিউদ্দিনকে। এ সময় মহিউদ্দিনের বাবা, ভাই ও বোন আহত হয়।

অন্যান্য