রাজধানীর ২টি থানায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগর বিএনপি আহবায়ক সাদেক হোসেন খোকার নামে পৃথক দু’টি সাধারণ ডায়েরি করেছেন আওয়ামী লীগ সমর্থক ২ আইনজীবী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের- (ডিএমপির) পল্টন ও রমনা থানায় পৃথক এ দুটি জিডি করা হয়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুটি জিডি করা হয়।
এ দুটি জিডির ব্যাপারে রমনা থানার ওসি মো: শাহআলম এবং পল্টন থানার পরিদর্শক গোলাম সরোয়ার নিশ্চিত করেছেন।
পল্টন থানায় জিডিটি করেছেন অ্যাডভোকেট শেখ আলি আহমদ। ঠিকানা দেওয়া হয়েছে ২৬ কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা। অন্যটি করা হয়েছে রমনা থানায়। এটি করেছেন অ্যাডভোকেট আনোয়ার সাদাত শাওন। ঠিকানা দেয়া হয়েছে ১৬/২, কোর্ট হাউজ স্ট্রিট, ঢাকা।
জিডিতে বলা হয়, গত ২ মার্চ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা ১২ মার্চ বিএনপির ঢাকা চলো কর্মসূচির দিনে আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী-এমপিকে বের না হওয়ার আহবান জানান।
তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে মহাসমাবেশের সময় বিএনপি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। জানমালের ক্ষতি সাধন করতে পারে। একইসাথে সেই সব মন্ত্রী-এমপিদের জীবন হুমকির মুখে পড়তে পারে।