বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা, দগ্ধ ১

বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা, দগ্ধ ১

bogra mapবগুড়ায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এক আলু ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।

রোববার রাতে সদর উপজেলার গোকুল এলাকায় ওই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যবসায়ী রেজাউল করিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জয়পুরহাট থেকে আলু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি গোকুল এলাকায় পৌঁছার পর পরই দুর্বৃত্তরা সেটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় চালক ও হেলপার নেমে যেতে পারলেও ওই ট্রাকে থাকা আলু ব্যবসায়ী রেজাউল করিম দগ্ধ হন। আগুনে তার মুখমণ্ডল ও দুই হাতের কিছু অংশ পুড়ে গেছে।
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম  জানান, দগ্ধ আলু ব্যবসায়ী রেজাউল করিমের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, আগুনে রেজাউল করিমের শরীরের ১২ ভাগ পুড়ে গেছে। তবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এজন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

জেলা সংবাদ