ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে জিম্মি জাপানি নাগরিক কেনজি গোতোর শিরচ্ছেদের ভিডিওচিত্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাপান সরকার।
প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপান সন্ত্রাসবাদের কাছে হার মানবে না এবং তিনি আইএসের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর প্রতি সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
কয়েকদিন আগেই আরেকজন জাপানি নাগরিক, হারুনা ইয়ুকাওয়াকে শিরচ্ছেদের ভিডিও প্রকাশ করেছিল আইএস।
৪৭ বছর বয়স্ক গোতো জাপানের বেশ সম্মানিত একজন সংবাদিক। যুদ্ধপিড়ীত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের দুখ:-দুর্দশা তুলে ধরার জন্য তিনি সুপরিচিত। গত অক্টোবরে তিনি সিরিয়া গিয়েছিলেন। মি. ইয়ুকাওয়ার মুক্তির জন্য তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।
আইএসের অন্যান্য ভিডিওর আদলে তৈরি এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে জাপানি কর্মকর্তারা ভিডিওটি আসল বলেই বিশ্বাস করছেন। সূত্র: বিবিসি