মহানবীকে (সা.) কটূক্তিকারী জুয়েল পালিয়েছে

মহানবীকে (সা.) কটূক্তিকারী জুয়েল পালিয়েছে

juwalইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিকারী ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জুয়েল কুমার শীল ফেনী থেকে পালিয়ে গেছেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

জুয়েল নোয়াখালী জেলার রামগতি উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের বেছু চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক বিভাগের ষষ্ঠ পর্বের ছাত্র।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, জুয়েল কুমার ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অপরাধে তথ্য প্রযুক্তি আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

জুয়েলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওই পলিটেকনিকের ছাত্র নিশাত চৌধুরী জানান, রাসূলকে (সা.) কটূক্তিকারী জুয়েল পলিটেকনিক থেকে বদলি সনদ নিয়ে সিলেটে চলে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, জুয়েলকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জুয়েল মুহাম্মদকে (সা.) ‘লেণ্ডা মোহাম্মদ’ বলে কটূক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছে। এর প্রতিবাদে ২৩ জানুয়ারি শহরের কয়েকটি মসজিদে মুসল্লিরা জুয়েলের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।

অন্যান্য