আফগানিস্তানে তালেবান হামলায় ১১ পুলিশ নিহত

আফগানিস্তানে তালেবান হামলায় ১১ পুলিশ নিহত

afgan29আফগানিস্তানের গজনি প্রদেশের আনদার জেলায় পুলিশের এক চেকপয়েন্টে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। বুধবার রাতে পরিচালিত ওই হামলায় ১১ আফগান পুলিশ এবং সাত তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তারা মন্ত্রীসভায় এক বিতর্কিত সদস্যকে নিয়োগ দেয়ার কথা জানানোর পর বুধবারের ওই হামলাটি অনুষ্ঠিত হয়। গত এপ্রিল মাসে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

জানুয়ারি মাসের গোড়ার দিকে মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলায় ১২ জনেরও বেশি আফগান নিহত হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দেশটির সুপ্রিম কোর্টের উচ্চপদস্থ কর্মকর্তা আতিকুল্লাহ রৌফি। এছাড়া অন্য এক তালেবান বোমা হামলায় দুই মার্কিন সেনাও নিহত হয়েছে।

মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে এলেও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়ার জন্য এখনো বেশ কিছু মার্কিন সেনা দেশটিতে অবস্থান করছে।

আন্তর্জাতিক