বিরোধী জোটের চলমান আন্দোলন দমনে সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বলেছেন, সরকারের কোন ব্যর্থতা নেই। সরকার এখনও সর্বশক্তি প্রয়োগ করেনি। ৬৪ জেলার মধ্যে ১০-১২টি জেলায় সহিংসতা হচ্ছে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, কোথাও ঝড় বা টর্নেডো এলে কিছু হতেই পারে। তবে তা দীর্ঘস্থায়ী না। সরকার ও জনগণ মিলে শিগগিরই এর নিরসন হবে। এসময় শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে সমাবেশের ঘোষণা দেন তিনি। শুক্রবার বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের প্রতি ঘৃণা জানাতেই আগামীকালের সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের সদস্য সচিব আবদুল মালেক, মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, নারী নেত্রী শিরিন আখতার, গার্মেন্টস ঐক্যপরিষদের সদস্য সচিব নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।