ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিদোর লিবারমান বলেছেন, ‘সিরিয়াতে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার মানে হলো তারা ইসরায়েলকে নিরাপদ রাখতে অক্ষম।’
রোববার ইসলায়েরি রেডিওতে এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন লিবারম্যান।
তিনি বলেন, ‘সিরিয়াতে নিরপরাধ বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যা ঠেকাতে বিশ্ব নেতা এবং ত্রাণকর্মীদের অক্ষমতা আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই আন্তর্জাতিক সম্প্রদায়ই আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।’
সামরিক হামলা চালানোর আগে ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধের ওপর ভরসা রাখার জন্য ইসরায়েলকে বুঝানোরা চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। আর এমন পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।
ইসরায়েলের ভয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে যা তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হবে। তবে ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যেই এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।