প্রবৃদ্ধি লক্ষমাত্রা পুনঃনির্ধারণ করলো চীন

প্রবৃদ্ধি লক্ষমাত্রা পুনঃনির্ধারণ করলো চীন

বিশ্বব্যাপী সঙ্কটের কারণে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হওয়ায় চীন ২০১২ সালের জন্য নতুন করে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ধারণ করেছে। ২০১২ সালের জন্য চীন ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষমাত্রা নির্ধারণ করেছে। এর আগে এই হার পূর্বের ৮ শতাংশে নির্ধারিত ছিল।

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী দিনে সমবেত আইন প্রণেতাদের উদ্দেশে চীন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, চীন ২০১২ সালের জন্য মদ্রাস্ফীতি ৪ শতাংশে সীমিত রাখার লক্ষমাত্রা নির্ধারণ করেছে।

উল্লেখ্য, গত আট বছর ধরে চীনের প্রবৃদ্ধি লক্ষমাত্রা সরকারিভাবে ৮ শতাংশে নির্ধারিত হয়ে আসছে। এবার এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে চীনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধি লক্ষমাত্রা ৮ শতাংশের কমে নির্ধারণ করলো।

সাম্প্রতিক অর্থনেতিক সঙ্কটই এর জন্য দায়ী বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হওয়ার কারণে এই দেশগুলোতে চীনের রফতানি ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে চীনের প্রবৃদ্ধির গতিও মন্থর হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোই মূলত চীনের প্রধান রফতানি বাজার।

চীনের জিডিপি প্রায়ই তাদের নির্ধারিত প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যায়। যেমন- ২০১০ সালে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৯.২ শতাংশ কিন্তু তাদের জিডিপি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১০.৪ শতাংশে।

আন্তর্জাতিক