পোল্যান্ডে দুই ট্রেনের মখোমুখি সংঘর্ষ, নিহত ১৪

পোল্যান্ডে দুই ট্রেনের মখোমুখি সংঘর্ষ, নিহত ১৪

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতের সংখ্যা অর্ধশতাধিক।

পোলিশ টেলিভিশনে পরিবেশিত খবর অনুযায়ী, গত শনিবার সন্ধ্যার দিকে ছোট্ট শহর জেকজেকোসিনির কাছে ওয়ারসো-ক্রাকো প্রধান লাইনে দুটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে একটি ভুল লাইনে আসায় দুর্ঘটনাটি ঘটে।

প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক রোববার সকালে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

পরিবহন মন্ত্রী স্লাভোমির নোয়াক বলেছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচে ভয়াবহ দুর্ঘটনা এটি।

পুলিশ জানিয়েছে, এখনো বহু লোক দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের মধ্যে আটকা পড়েছে। আহতদের উদ্ধার করে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

দমকল  বাহিনী বলছে, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়েছে পড়েছে। ধ্বংস হয়ে যাওয়া বগিগুলোর ভেতর থেকে হতাহতদের খুঁজে বের করা খুব কষ্ঠসাধ্য কাজ।

আন্তর্জাতিক