সোমবার কর্নাটকে আইনজীবীদের ধর্মঘট

সোমবার কর্নাটকে আইনজীবীদের ধর্মঘট

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের আইনজীবীরা সোমবার সমগ্র প্রদেশ জুড়ে আদালত বর্জনের ডাক দিয়েছে। শুক্রবার প্রাদেশিক রাজধানী ব্যাঙ্গালুরুর আদালত চত্বরে এক সংঘর্ষের ঘটনার সময় আইনজীবীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নেয়।

আইনজীবীদের সংগঠন এডভোকেট এসোসিয়েশন অব ব্যাঙ্গালুরুর এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় সংবাদমাধ্যম।

শুক্রবার ব্যাঙ্গালুরু নগরীর আদালত চত্বরে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনার সময় আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন এবং  মিডিয়ায় এ ব্যাপারে আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে এএবি’র সভাপতি কেএন সুব্বা রেড্ডি বলেন, পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিলে এমনটি ঘটতো না।

বৈঠকে কর্নাটক পুলিশের ডিজিপি ও আইজিপি শংকর বিদারি এবং ব্যাঙ্গালুরুর  পুলিশ কমিশনার বিজি জয়তী প্রকাশ মিরজির প্রত্যাহার দাবি করা হয় বলে  জানান তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীদের বিরুদ্ধে মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে মিডিয়া সংশ্লিষ্ট কোনো মামলা না নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

ঘটনার সঙ্গে আইনজীবীরা জড়িত নয় উল্লেখ করে এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিরা জড়িত বলেও তিনি দাবি করেন।

কর্নাটক পুলিশ ইতোমধ্যেই  ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার আইনজীবীকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, অনেককে জিজ্ঞাসাবাদ করা হলেও আর কাউকে এখনো গ্রেফতার করা হয়নি।

শুক্রবার আদালত চত্বরের ওই ঘটনায় ৬৫ জন আহত হয়। এদের মধ্যে ৫২ জনই পুলিশ সদস্য ছিল বলে জানায় কর্তৃপক্ষ ।

আন্তর্জাতিক