কারিগরি ত্রুটি সংশোধনে বিশ্বজুড়ে একই সঙ্গে আধাঘণ্টা ‘বন্ধ’ ছিল সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক এবং ছবি শেয়ারের ওয়েব ইন্সটাগ্রাম। ফলে বুধবার বাংলাদেশ দুপুর সাড়ে ১২টার দিকে এই দুটি সাইট খুলতে পারছিলেন না ব্যবহারকারীরা।
ওয়েবের পাশাপাশি অ্যাপস এবং প্রক্সি সার্ভারের মাধ্যমেও বাংলাদেশ তুমুল জনপ্রিয় ওয়েব ফেসবুক ব্যবহার করতে গিয়ে হোচট খেয়েছেন অনেকেই।
হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নানা রটনাও ছড়িয়ে পড়ে। অনেকেরই চোখ পড়ে নিয়ন্ত্রক সংস্থা বিটআরসি’র ওপর। আর এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে থাকায় বিষয়টি আরো ঘনীভূত হয়।
তবে সব শঙ্কা কাটিয়ে বেলা ১টা ১০ মিনিটে ‘চিচিং ফাঁক’র মতো ফের খুলে যায় ফেসবুক ও ইন্সটাগ্রাম।