গ্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

গ্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

grickস্পেনের ন্যাটো সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি গ্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১০জন নিহত হয়েছে। এদের মধ্যে আটজন ফরাসী ও দুজন গ্রিক সেনাসদস্য।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলবাসেট নগরীর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের পর এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করে রাখা অন্যান্য বিমানের ওপর বিধ্বস্ত হয়। এতে আরো পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে দেয়া এক সাক্ষাৎকারে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোই বলেন, দুর্ঘটনায় যে ১০ জন প্রাণ হারিয়েছে তাদের মধ্যে দুজন গ্রিক ও বাকি আটজন ফরাসি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলছে, এ ঘটনায় আহত হয়েছে আরো ২১ জন। এদের মধ্যে ১১ জন ইতালির ও ১০ জন ফরাসি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদেরকে মাদ্রিদ হাসপাতালের বিশেষ ইউনিটে নেয়া হয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর হতাহতের এ খবর নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ হতাহত পাইলটদের অঙ্গীকারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

হতাহতরা ইরাক ও আফ্রিকার শাহেল এলাকায় বিমান অভিযানে যোগ দেয়ার প্রস্তুতি হিসেবে ন্যাটোর প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জ্যাঁ স্টোলেনবার্গ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্পেনের মন্ত্রণালয়।

গ্রিক এফ ১৬ বিমানটি ইতালির এএমএক্স বিমান, তিনটি ফরাসি বিমান, একটি মিরেজ ২০০০ ও দুটি আলফা বিমানকে আঘাত করে। -এএফপি

আন্তর্জাতিক