লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেত্তপাড়া এলাকায় নাছির বাহিনীর সহযোগী ডাকাত বাহার উদ্দিনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সুমন নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে।
নিহত বাহার উদ্দিন একই এলাকার আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে নাছির বাহিনীর সন্ত্রাসীরা অন্যত্র ডাকাতি করে চন্দ্রগঞ্জের দেত্তপাড়া এলাকায় ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা করে। এ সময় ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় বাহার উদ্দিন ও সুমনকে একই গ্রুপের সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি করে। এতে বাহার উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। সুমন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ সুমনকে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ডাকাতির মালামাল ভাগভাটোয়ারা ও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত বাহার ডাকাত নাছির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে সদর থানা, চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।