ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট-এর প্রধান এ.কে.এম. আবদুল মালেক চৌধুরী এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর ট্রেজারি ডিভিশন-এর প্রধান মো. মাহবুব-উল-আলম ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
সম্প্রতি তারা এই পদোন্নতি পেয়েছেন।
এ.কে.এম. আব্দুল মালেক চৌধুরী: এ.কে.এম. আব্দুল মালেক চৌধুরী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট-এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৯ সালের ১লা জানুয়ারি ইকোনোমিস্ট (সিনিয়র অফিসার) হিসাবে তৎকালীন বাংলাদেশ শিল্প ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু করেন।
তিনি ১৯৮৫ সালের ১৫ই জানুয়ারি প্রিন্সিপাল অফিসার (ইকোনোমিস্ট) হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ যোগদান করেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন উইং, অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশন, জেনারেল ইনভেস্টমেন্ট ডিভিশন, ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশন-এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
তার বাড়ি পটুয়াখালীতে। তিনি ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন।
মো. মাহবুব-উল-আলম: মো. মাহবুব-উল-আলম ব্যাংকের ট্রেজারি, ওভারসিজ ব্যাংকিং, ফরেন ট্রেড অপারেশন ডিভিশন-এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ইসলামী ব্যাংকে তার ব্যাংকিং জীবন শুরু করেন। তিনি ব্যাংকের সর্ববৃহৎ শাখা লোকাল অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
মাহবুব-উল-আলম ব্যাংকের ব্যবসা উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার অংশ নিয়েছেন। তিনি ১৯৫৮ সালে কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ অনার্সসহ এম কম ডিগ্রি লাভ করেন।