ক্রিকেটের তিন ফরম্যাটের র্যাংকিংয়েই বিশ্ব সেরা অল রাউন্ডার তিনি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে এমন রেকর্ড কয়েকদিন আগেই গড়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে এই শ্রেষ্ঠত্ব তিনি ধরে রাখতে পারলেন মাত্র নয় দিন।
এখনও টি-২০ ও টেস্ট ক্রিকেটের অল রাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে থাকলেও ছন্দপতন ঘটেছে ওয়ানডে ক্রিকেটে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চতুর্থ ওয়ানডের পর অ্যাঞ্জোলো ম্যাথুস পুনরুদ্ধার করেছেন ওয়ানডের শীর্ষস্থান।
দুই ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন তিনে। চার থেকে দুই উঠে এসেছেন তিলকরত্নে দিলশান। তিনজনের পয়েন্টের ব্যবধান অবশ্য খুবই কম। ম্যাথুসের ৪০৭, দিলশানের ৪০৪, সাকিবের ৪০৩।