দুই বছরের প্রচেষ্টায় অবশেষে উন্মুক্ত হলো বাংলাদেশের গুগল স্ট্রিট ভিউ। ফলে এখন অনলাইন থেকে সহজেই রাজধানী ঢাকা ও বন্দরনগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগোলি চিনে পথ চলতে পারবেন যে কেউ। দেশের বাইরে থেকেও পরিচিত হতে পারবেন বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির এই শহর।
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে ঢাকা ও চট্রগ্রামের রাস্তার থ্রিডি প্রযুক্তির এই প্যানোরমা ভিউ উন্মুক্ত করার কথা নিশ্চিত করেছেন গুগল ম্যাপ মেকার দল ম্যাপিং বাংলাদেশ প্রধান নির্বাহী হাসান শহীদ। তিনি বলেন, আপাতত প্রধান ও শাখা সড়কগুলোর স্ট্রিট ভিউ উন্মুক্ত করা হলেও শিগগরই এর ব্যাপ্তি আরো বাড়বে। অলিগলির প্রতিটি সড়কই এতে সংযুক্ত হবে।
এদিকে গুগল ম্যাপে গিয়ে স্ট্রিটভিউ ভিজিট করে দেখা গেছে, এখানে প্রদর্শিত অনেক ছবিই বছর খানেক আগের। ফলে গত দেড় বছরের নতুন অনেক স্থাপনাই এখানে অনুপস্থিত।
২০১২ সালের ৫ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশে গুগল স্ট্রিটভিউ প্রকল্প।