ভাইবার ও হোয়াটস অ্যাপ চালু নিয়ে বিভ্রান্তি

ভাইবার ও হোয়াটস অ্যাপ চালু নিয়ে বিভ্রান্তি

viber tangoইন্টারনেটে বার্তা আদান-প্রদান ও কথা বলার বিশেষ মাধ্যম ভাইবার ও হোয়াটস অ্যাপসহ বন্ধ থাকা অ্যাপস চালু নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

বুধবার মধ্যরাতের পর থেকে অনেক ব্যবহারকারী এই অ্যাপস ব্যবহার করতে পারছেন বলে দাবি করলেও, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে বন্ধ করা এই সেবাগুলো পূণরায় চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গত ১৭ জানুয়ারি ভাইবার ও ট্যাঙ্গো এবং ১৯ জানুয়ারি হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২১ জানুয়ারি (বুধবার) মধ্যরাত পর্যন্ত এই সেবাগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
তবে নির্ধারিত সময় শেষেও সেবাগুলো চালুর ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
এদিকে বুধবার মধ্যরাত থেকে ব্যবহারকারীরা সেবাগুলো আবারো ব্যবহার করতে পারছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিটিআরসির সচিব সারওয়ার আলম বলেন, ‘সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুযায়ী সেবাগুলো ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বন্ধ করা হয়। সেবাগুলো চালুর ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তাই বিটিআরসির পক্ষ থেকেও সার্ভিস প্রোভাইডারদের কিছু জানানো হয়নি। যেহেতু ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বন্ধ করা হয়েছিল, তাই ওই সময় শেষে কোনো কোনো প্রোভাইডার সেবাগুলো খুলে দিতেও পারে।’

 

বিজ্ঞান প্রযুক্তি