ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল শরীফের ঘরে আগুন দিয়েছে অবরোধকারীরা।
নলছিটির পূর্ব মালিপুর এলাকার বাসভবনে রাত ৩টার দিকে আগুন দেয়া হয়। এতে তার ব্যবহৃত একটি মটর সাইকেল ও রান্না ঘরের অংশ পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় নলছিটি থানায় একটি মামলা হয়েছে।
নলছিটি থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন,“এ ব্যাপারে আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
অপর দিকে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠির কল্যানকাঠি এলাকায় বাসার সামনে রাখা আমিনুল হকের লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মুহূর্তের মধ্যে গাড়িটি পুড়ে যায়। দুটি ঘটনায়ই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এসব ঘটনায় কোনো আটক নেই।
রাজাপুর থানর ওসি (অপারেশন) এজেডএম মাসুদুর রহমান জানান, রাজাপুরে নাশকতার আশঙ্কায় তিন বিএনপি কর্মী ও এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।
কাঠালিয়া থানার ওসি (অপারেশন) মুনির উর গিয়াস জানান, কাঠালিয়া উপজেলায় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।