ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে মনে করে ব্রিটিশ পার্লামেন্ট। অর্থনীতির অগ্রগতি বজায় থাকায় বাংলাদেশের প্রশংসাও করেছে তারা।
স্থানীয় সময় বুধবার প্রকাশিত ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের এক প্রতিবেদনে ওই প্রশংসা করা হয়।
এতে বলা হয়, ‘রাজনৈতিক অস্থিরতার মধ্যেও উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অনেক চ্যালেঞ্জ থাকার পরও দেশটির সামাজিক ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।’
বর্তমান অস্থিরতা নিরসনে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার এবং সংলাপে বসার আহ্বানও জানানো হয়েছে প্রতিবেদনে।
এতে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির গণতন্ত্র নিয়ে লুকোচুরি খেলছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু অনেক বিশ্লেষক এক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকের ধারণা- খালেদা জিয়া আশা করছেন, তার বর্তমান রাজনৈতিক কৌশল সেনাবাহিনীকে দেশটিতে আবারো হস্তক্ষেপে এবং আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বাধ্য করবে।’