বিএনপিকে নিঃশেষ করে দিতে আওয়ামী লীগের কর্মীরা যথেষ্ট বলে মন্তব্য করে এ জন্য দলের নেতাদের কাছে নির্দেশ চেয়েছেন আওয়ামী লীগের এমপি শামীম ওসমান।
বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দাবি করেন তিনি।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘নেতাদের বলবো- নির্দেশ দেন। পুলিশ-বিজিবি-সেনাবাহিনীর দরকার নেই। খালেদা জিয়া, তার দল আর তার পরাজিত শক্তিকে নিঃশেষ করতে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাজপথে থাকবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলছি ব্যবস্থা নিন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার উচিত পদত্যাগ করে নির্বাসনে চলে যাওয়া। নিজেকে অবরুদ্ধ দাবি করে তিনি একাত্তরে মায়েদের অপমান করা রাজাকারদের বাঁচাতে চান। ’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘এই ছেলে এরশাদ সাহেবকে বাবার খুনি বলে। অথচ ২০০৮-এর নির্বাচনের আগে এরশাদের সঙ্গে জোট করতে গিয়েছিল।’
বিএনএফের আবুল কালাম আজাদ গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে কম্বিং অপারেশনের দাবি করেন।
ছাড়া স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেন, ‘বক্তৃতা-বিবৃতি চাই না। সংকটের আশু সমাধান চাই।’