প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেরা নির্বাচন করবে না, অন্যদের করতে দেবে না। নির্বাচন যদি না হয় তাহলে সেখানে কি আসবে? তার দৃষ্টান্ত আমরা নিকট প্রতিবেশী দেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে দীর্ঘদিন এ ধরনের পরিবেশে মার্শাল ল’ বা মিলিটারি ডিক্টেটর দ্বারা শাসিত হয়েছি। তাহলে আমরা আবার সেই মিলিটারি ডিক্টেটর বা অসাংবিধানিক ক্ষমতার পালাবদলÑ সেটাই কি হতে দেব? সেটা তো আমরা হতে দিতে পারি না। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবার কালো মেঘের ছায়া পড়েছে। এটা সাময়িক, শিগগিরই কেটে যাবে। বিদেশে দায়িত্ব পালনকারী পেশাদার কূটনীতিকদের অহেতুক পেনিক সৃষ্টি না করে বিরোধী দলের অপপ্রচার পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার আহ্বান জানান। প্রায় ৫০ মিনিট বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, মানুষ খুন করাই তার একমাত্র লক্ষ্য। আমি আশা প্রকাশ করছি, আল্লাহ যেন তাকে সুমতি দেন। এই মানসিকতা থেকে তিনি বেরিয়ে আসবেন।