বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি শুরু হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুললেটরি কমিশনের (বিাইআরসি) কাছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২২ দশমিক ৪৫ শতাংশ বাড়ানোর আবেদন করা হয়েছে।
পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের গড়মূল্য ১ টাকা ৩৭ পয়সা বাড়িয়ে ৬ টাকা ১০ পয়সা থেকে ৭ টাকা ৪৭ পয়সা করার প্রস্তাব দিয়েছে।
কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করেন পিডিবির জেনারেল ম্যানেজার (বাণিজ্যিক) আব্দুর রউফ।
প্রস্তাবের ওপর গণশুনানি চলছে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে। সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়।
বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো. মাকসুদুল হক ও রহমান মুরশেদ গণশুনানিতে উপস্থিত রয়েছেন।