সাতক্ষীরায় বিএনপির ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৬ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
বৃহস্পতিবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এদিকে ঢাকা ও খুলনা বিভাগে বিএনপির ডাকা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল।
আজ বৃহস্পতিবার জনজীবনে হরতালের তেমন প্রভাব দেখা যায়নি। দূরপাল্লার পরিবহণ বন্ধ থাকলেও অভ্যন্তররীণ রুটে সীমিত সংখ্যক যান চলাচল করছে। স্বাভাবিক রয়েছে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও। এখন পর্যন্ত পাওয়া যায়নি হরতাল সমর্থনে কোনো মিটিং, মিছিল, বিক্ষোভ বা পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।
নাশকতা এড়াতে জেলা শহরে অব্যাহত আছে পুলিশ, বিজিবি ও র্যাববের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর টহল।