সরাসরি জমা নেয়া হবে ভারতীয় ভিসার আবেদন

সরাসরি জমা নেয়া হবে ভারতীয় ভিসার আবেদন

visaজটিলতা নিরসনে এখন থেকে ভারতের ভিসা আবেদন সরাসরি জমা নেয়া হবে। আগে অনলাইনে ফরম পূরণের পর জমা দেয়ার নির্ধারিত তারিখের অপেক্ষায় থাকতে হতো। ১ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে এই নিয়ম।

বৃহস্পতিবার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) এ তথ্য জানিয়েছে।
জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা বাদে অন্য সব ভিসার আবেদন সরাসরি জমা নেয়া হবে। সরাসরি আবেদন জমা দেয়া যাবে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি ও খুলনার একটি সেন্টারে।
অবশ্য গত কয়েক মাস ধরেই চট্টগ্রাম ও রাজশাহী সেন্টারে সরাসরি ভিসা আবেদন নেয়া হচ্ছে। জানুয়ারি থেকে ঢাকায় সরাসরি জমা নেয়া হচ্ছে শুধু চিকিৎসা ভিসার আবেদন।

 

বাংলাদেশ