ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীতে বোমাবাজ, গাড়িতে অগ্নিসংযোগকারী ও নাশকতাকারীদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তা আমরা জানি। এ সমস্ত কর্মকাণ্ডে অর্থ যোগানদাতা এবং প্রশ্রয়দাতাদের তালিকা আমাদের কাছে রয়েছে। সে অনুযায়ী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার কাযক্রম চলছে এবং অব্যাহত থাকবে।’
বোমাবাজদের ধরতে নতুন পদ্ধতিতে অপারেশন চালানো হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঢাক-ঢোল পিটিয়ে কোন অপারেশন চালানো যায় না। প্রয়োজন অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হবে।’