জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও পরিবহন অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের নতুন ভবনের সামনে (বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক) মিরপুরগামী শিক্ষকদের একটি বাস (ঢাকা মেট্রো ঝ ১৪-০০৪৯) পার্কিংয়ে রাখা অবস্থায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ৮-১০টি সিট পুড়ে গেছে।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে ক্যাম্পাসের ভেতরে বাসে আগুন দেয়ার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির আহ্বায়ক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, বাসে আগুন দেওয়ার পর ক্যাম্পাসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।