নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরস্কারের মূল্য কত হবে তা পরে জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ পুরস্কার ঘোষণা করেন।
ভাইবার ও ট্যাঙ্গোর পর হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরো তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দেয়ার ব্যাপারে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এসব মাধ্যম ব্যবহার করে সন্ত্রাসীরা অপরাধ করছে বলে আমাদের কাছে খবর রয়েছে। এ কারণে সাময়িকভাবে মাধ্যমগুলো বন্ধ রাখা হয়েছে। পরে খুলে দেয়া হবে।”
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি থেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রলবোমা হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দগ্ধ ও আহত রোগীরা চিকিৎসা নিচ্ছেন।