তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এসএসসি পরীক্ষার আন্দোলনের নামে এ নাশকতার অবরোধ-হরতাল প্রত্যাহার করা না হলে বিএনপি নেত্রী গ্রেফতার হতে পারেন।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা চাই। তাই এসময় হরতাল ও অবরোধ নাশকতা প্রত্যাহার করুন। আন্দোলনের নামে নাশকতার এ কর্মসূচি এক মাস প্রত্যাহার করলে খালেদা জিয়ার ক্ষমতায় যাওয়ার নীলনকশা ভেস্তে যাবে না।’
এর আগে সংবাদ সম্মেলনে জাসদের এ নেতা বলেন, ‘গতকাল গুলশান কার্যালয়ে অবরেধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দিয়ে খালেদা জিয়া দেশবাসীকে শুধু হতাশই করেননি ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে আমরা যে আশঙ্কা করছিলাম তাই প্রমাণ করেছেন।’
২ ফেব্রুয়ারি থেকে ২ লাখ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষা শুরু হবে মন্তব্য করে ইনু বলেন, জানুয়ারি মাস, স্কুলগুলোতে ক্লাস শুরু হয়েছে। এ সময় অবরোধ দিয়ে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় ফেলে দিচ্ছেন খালেদা জিয়া।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যাকে শিল্পে পরিণত করেছেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয় মিথ্যাচার উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে।
সন্ত্রাস-নাশকতা, অন্তর্ঘাত ও ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে ‘গণতন্ত্রের গেট পাস’ সংগ্রহ করাতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।