গত ১২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), র্যাব ও পুলিশ প্রহরায় সারা দেশে অর্ধ লক্ষাধিক যানবাহন চলাচল করেছে।
মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বিত নিরাপত্তায় ৫০ হাজার ৫০৭টি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেছে।
এছাড়া একই সময়ে বিজিবির নিরাপত্তায় ১৭০টি তেলবাহী ট্যাংকার চলাচল করে।
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের অবরোধে যানবাহন চলাচলে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তা দিচ্ছে।
গত ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।