বাচ্চাদের স্মার্টফোনের নেশা ছাড়াবে এই অ্যাপ

বাচ্চাদের স্মার্টফোনের নেশা ছাড়াবে এই অ্যাপ

app childবাচ্চাদের হাতে সারাক্ষণ স্মার্টফোন? এবার এই অ্যাপ বাচ্চাদের স্মার্টফোন ঘাটাঘাটির নেশা ছাড়াবে।

‘ইগনোর নো মোর’ নামে এই অ্যাপের সাহায্যে অভিভাবক সন্তানের ফোন নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। নিজের ফোনের সাহায্যে সন্তানের ফোনও লক করতে পারবেন অভিভাবকরা। এর জন্য নিজের এবং বাচ্চাদের স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর নিজের সন্তানের নামে ট্যাপ করে ৪ ডিজিটের কোড এন্টার করুন এবং ডিভাইস লক করে দিন।

ফোন লক হয়ে যাওয়ার পর শিশুরা টেক্সট মেসেজ বা ইন্টারনেট সার্ফিং করতে পারবে না। এমনকি তারা গেমও খেলতে পারবে না।

ইগনোর নো মোর দিয়ে বাচ্চাদের ফোন লক করে দেওয়ার পর তারা শুধুমাত্র আপনাকে বা কোনও আপতকালীন ফোন করতে পারবে।

অ্যাপ প্রস্তুতকারীদের মতে, এটি বাচ্চাদের ব্যবহার ভালো করার একটি টুল।

আপাতত অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অ্যাপ ইনস্টল করা যায়, মার্চ থেকে আইফোনেও পাওয়া যাবে।

বিজ্ঞান প্রযুক্তি