দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, চলছে সন্ত্রাস: হানিফ

দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, চলছে সন্ত্রাস: হানিফ

hanif14আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “দেশে সংকট নেই, বোমাবাজি, পেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা কি রাজনৈতিক সংকট? এটা রাজনীতির অংশ হতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে নয়, প্রশাসনই মোকাবিলা করবে।”

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হানিফ বলেন, “পেট্রলবোমার মাধ্যমে দেশে জঙ্গিবাদী রাজনীতির উত্থান হচ্ছে। ফ্রান্স, বেলজিয়ামে সন্ত্রাসের বিরুদ্ধে দেশগুলোর সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধ যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে আমাদের দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ন্যায় ও যৌক্তিক।”

খালেদা জিয়াকে ‘নিষ্ঠুর মহিলা’ আখ্যা দিয়ে হানিফ বলেন, “তার (খালেদা) মতো নির্দয় নিষ্ঠুর মহিলা এর আগে কখনো বাংলাদেশ দেখেনি।”

তিনি বলেন, ‘খালেদা জিয়া এতোটা নিষ্ঠুর, এতোটা অমানবিক বা ভাবা যায় না। কোমলমতি শিক্ষার্থীদের তিনি পেট্রলবোমা মেরে আহত করছেন। তারা আজ পরীক্ষা দিতে পারবে কিনা জানে না। কতো অমানবিক হলে তিনি পেট্রলবোমা মারতে পারেন।  এতো নিষ্ঠুর হৃদয়হীন হতে পারেন। তাকে নিষ্ঠুর ডাইনির সঙ্গে তুলনা করা যেতে পারে।”

হানিফ বলেন, “গতকাল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রমাণ করেছেন তিনি অবরুদ্ধ নন। অবরুদ্ধের নামে নাটক করেছেন। আমরা এতদিন যে দাবি করেছি, তাই প্রমাণিত হয়েছেন।”

তিনি বলেন, “সাধারণ মানুষ তার অবরোধ প্রত্যাখ্যান করায় তার দলের নেতা রিয়াজ রহমানের ওপর হামলা করে আন্দোলনের মাত্রা ভিন্নখাতে প্রবাহিত করতে চেষ্টা করছেন। এর মাধ্যমে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র প্রমাণ করতে চায়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আবদুল মান্নান খান ও ড. আব্দুস সোবহান গোলাপ, শিল্প বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমারা উকিল, কেন্দ্রীয় সদস্য একেএম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী ও সহ-সম্পাদক জোবায়দুল হক রাসেল প্রমুখ।

রাজনীতি