ওয়ার্নারের গুন্ডামি সীমা ছাড়াচ্ছে: ক্রো

ওয়ার্নারের গুন্ডামি সীমা ছাড়াচ্ছে: ক্রো

croভারতের রোহিত শর্মার সঙ্গে তর্কাতর্কিতে জড়ানোয় ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হলো ডেভিড ওয়ার্নারের। যদিও অস্ট্রেলিয়ার ওপেনারের দাবি তিনি কিছুই বলেননি, রোহিতকে শুধু ‘যা বলছ ইংরিজিতে বল’ এটুকুই তার মুখ থেকে বেরিয়েছিল।

তবে অজি ওপেনার যাই দাবি করুন এই ঘটনায় ক্ষুব্ধ অজি কোচ ডারেন লেম্যান। তিনি স্পষ্ট বলেছেন, “আমাদের দেখতে হবে আগ্রাসী হতে গিয়ে যেন আমরা সীমা না ছাড়িয়ে যাই। ডেভিড আগ্রাসী প্লেয়ার। আমরা ওর আগ্রাসনের ব্যাপারটা সমর্থন করলেও দেখতে হবে মাঠে যেন ও ঠিক কাজটাই করে।”

ওয়ার্নারকে একহাত নিয়েছেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রোও। নিজের কলামে তিনি লিখেছেন, “ওয়ার্নারের গুন্ডামি সীমা ছাড়াচ্ছে। এরপর মাঠে এমন কিছু হবে, যা ক্রিকেটকে লজ্জায় ফেলে দেবে।”

শাস্তির কোপে পড়েছেন অজি অধিনায়ক জর্জ বেইলিও। স্লো ওভার রেটের দায়ে তাকে এক ম্যাচ সাসপেন্ড করেছে আইসিসি। সঙ্গে তার ম্যাচ ফি-র ২০ শতাংশও জরিমানাও হয়েছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাবে না অস্ট্রেলিয়া। তাঁর বদলে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে স্টিভ স্মিথকে।

খেলাধূলা