‘যেকোন মূল্যে মাওলানা ফারুকী হত্যার বিচারের দাবিতে ২৩ জানুয়ারির ছাত্রসেনার সমাবেশ করা হবেই। কারফিউ দিয়েও সমাবেশ ঠেকানো যাবে না। আর বাধা দিলে গণতান্ত্রিক অধিকার হরণের দায় সরকারের বিরুদ্ধে টানা কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’
সোমবার পল্টনে এক সংবাদ সম্মেলনে সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ঢাকা মহানগর ইসলামী ছাত্রসেনার সভাপতি মাসউদ হোসাইন এসব কথা বলেন।
মাসউদ হোসাইন বলেন, ‘আমরা মনের সুখে নয় একবুক কষ্ট নিয়ে এই সমাবেশ করছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশের গাড়িগুলোকে অবরোধের আওতামুক্ত করতে ২০ দলীয় জোটের প্রতিও উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারাপরও যদি সমাবেশের গাড়িতে হাত দেয়া হয় তাহলে আমরা ২০ দলকেও ছেড়ে দিব না।’
তিনি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে কেন্দ্রীয় পরিষদ ঘোষিত সাত বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আগামী ২৩ জানুয়ারী শুক্রবার বা’দ জুমা জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগীয় ছাত্র সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সদস্য সৈয়দ মুনির আশরাফী, খন্দকার মুহাম্মদ মুবারক হোসাইন, ছাত্রসেনা ঢাবি’র সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদ, কাউসার আহমাদ রুবেল, সাহাবুদ্দীন মীর, ইয়াছিন মিয়া ও মুহাম্মদ আশরাফুল ইসলাম প্রমুখ।