গোপালগঞ্জে ৭ ডাকাত ও ৩ চোর গ্রেফতার

গোপালগঞ্জে ৭ ডাকাত ও ৩ চোর গ্রেফতার

arrest28গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর থেকে ৭ ডাকাত ও ৩ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে এই ১০ জনকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার ভোররাত চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বাটই ধোপা নামক স্থানে গাছ কেটে রাস্তায় বেরিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এক দল ডাকাত। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ৪ জনকে গ্রেফতার করে। পরে দলের আরো ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই ও ঘাঘা গ্রামের পিকুল মোল্যা (৩৩), রফিকুল ইসলাম ওরফে তরিক (২২), উজ্জল মোল্যা ওরফে শিপন (২৫), জাকির সিকদার (৩৫), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রাসেল শেখ (২০) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি গ্রামের শেখ সাহাবুল (৩০) ও নয়ন শেখ (২০)।
অন্যদিকে মুকসুদপুরের মহারাজপুর ফেরিঘাট এলাকা থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ ৩ চোরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার সাইদ মল্লিক (৩৫), জসিম মিয়া (৩৪) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার কামাল আকন্দ। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ জেলা হাজতে পাঠানো হয়েছে।

 

জেলা সংবাদ