সাতদিনের মধ্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে: হানিফ

সাতদিনের মধ্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে: হানিফ

hanif14আগামী সাতদিনের মধ্যে দেশের বতর্মান পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক মানবন্ধনে তিনি এ কথা জানান।
হানিফ বলেন, ‘সাতদিনের মধ্যে বর্তমান পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করা হবে। কথা দিলাম।’
এ সময় তিনি অগ্নিসংযোগ, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ২০ দলীয় জোটের যে কোনো পর্যায়ের নেতাকে হুকুমের আসামি হিসেবে গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান।
স্বাচিপ সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাদ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, ইকবাল আর্সেনাল, বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসান, ডা. শরফুদ্দিন আহমেদ, মনিরুজ্জামানই ভূঁইয়া, প্রণব কান্তি বড়ুয়া প্রমুখ।

 

রাজনীতি