সন্ত্রাসবাদের প্রকৃতি পরিবর্তিত হচ্ছে এবং এ বছর সন্ত্রাসী হামলার সংখ্যা আরও অনেক বাড়বে। কারণ, মৌলবাদী সংগঠনগুলো ও জঙ্গি নেতাদের হুমকিকে খাটো করে দেখা হয়েছে। এমনটা মনে করছেন অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ-বিরোধী বিশেষজ্ঞ ক্লার্ক জোন্স। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক তিনি। ক্লার্ক বলেন, এ বছর সন্ত্রাসবাদের বছর হতে চলেছে। তিনি বলেন, আমি মনে করি আমরা এ বছর ছোটখাটো হামলার সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। অস্ট্রেলিয়ায় প্রথম ‘সেন্টার ফর ইন্টারভেনশন অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ সংস্থা গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছেন ক্লার্ক জোন্স। তিনি মনে করেন, ২০১৫ সালে সহিংস কট্টরপন্থী সংগঠনগুলো ও জঙ্গি নেতারা আরও বেশি সক্রিয় হবে। ক্লার্ক বলেন, গত ১২ মাস ধরে সন্ত্রাসবাদ পরিবর্তিত হচ্ছে। পূর্বে আমরা যেখানে ছিলাম, তা থেকে আমাদের আজকের অবস্থান ভিন্ন। আমরা সন্ত্রাসবাদের প্রকৃতি পরিবর্তিত হতে দেখছি। পরিস্থিতি বুঝে এবং মৌলবাদের মাত্রাকে নির্ণয়ের মাধ্যমে সমস্যাগুলোকে চিহ্নিত করার পরামর্শ দিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) এ পর্যন্ত ৮০টি পাসপোর্ট বাতিল করেছে এবং দেশজুড়ে অভিযান চালিয়েছে। মৌলবাদী ধারণায় বিশ্বাসী অস্ট্রেলীয় নাগরিকদের বিদেশ ভ্রমণ বন্ধ করার লক্ষ্যে অভিযান চালায় এএফপি। কয়েকজন অস্ট্রেলীয় নাগরিক কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে যোগদান করার খবরে নড়েচড়ে বসেছে দেশটির কর্তৃপক্ষ।