হ্যাকারদের কবলে পড়ে রোববার রাত থেকে খুলছে না বিটিআরসি’র ওয়েব সাইট। তবে ওয়েবসাইট ভিজিটর বেড়ে যাওয়ায় এমনটা হচ্ছে বলে দাবি করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সচিব সারওয়ার আলম। তিনি বলেছেন, অনেক বেশি ইন্টারনেট ব্যবহারকারী সাইটে ভিজিট করার চেষ্টা করায় ট্রাফিক জ্যাম লেগেছে। তাই দেখতে পাওয়া যাচ্ছে না।
অপরদিকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার প্রতিবাদে সাইটটি হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে অ্যানোনিমাস হ্যাকার দল ওপি বাংলাংদেশ। রোববার সকালে এক টুইটে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর পর থেকে বার বার চেষ্টা করেও বিটিআরসি’র ওয়েবে প্রবেশ করা যায়নি। সেখানে ওয়েব সাইটটি মেরামত করা হচ্ছে মর্মে একটি বার্তা দেখানো হচ্ছে।