রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা ছুঁড়ে নারী ও শিশুসহ দশজনকে আহত করার ঘটনায় মামলা করেছে পুলিশ।
এ মামলায় বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান এবং দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তেজগাঁও এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ার হোসেনসহ ১০ নেতার নাম রয়েছে।
এজাহারে অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজনকে আসামি রয়েছে। রোববার সন্ধ্যায় এ মামলা দায়ের হয়।
রাজধানীর ৪৬ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নান্নুকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে রমনার মৎস ভবন এলাকায় পুলিশের বাসে পেট্রোলবোমা ছুড়ে পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় রোববার রাত ৮টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত করে বাসে আগুন দিয়ে যাত্রীদের পুড়িয়ে আহত করার ঘটনায় যে কয়জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের মামলায় এজাহারভুক্ত করা হয়েছে। আজই মামলার এজাহারভুক্ত নান্নু নামে এক আসামিকে বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শনিবার রাতে বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুবৃর্ত্তরা। এতে দুই শিশুসহ পাঁচ যাত্রী দগ্ধ হন। এছাড়া বাসটি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন আরও ৫ জন। দগ্ধ যাত্রীরা এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।