ভারতে ওবামার নিরাপত্তায় ১৬’শ কর্মকর্তা

ভারতে ওবামার নিরাপত্তায় ১৬’শ কর্মকর্তা

obama18২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির জাতীয় প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার নিরাপত্তা নিশ্চিন্তের জন্য ভারতে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল তোড়জোড়।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিতে ২৫ জানুয়ারি ভারত পৌঁছবেন ওবামা। থাকবেন ২৭ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে প্রজাতন্ত দিবসে দিল্লির রাজপথের প্যারেড গ্রাউন্ডে তিনি অবস্থান করবেন দুই ঘণ্টা। এ সময় তার নিরাপত্তা জন্য ৮০ হাজার পুলিশ সদস্য ও ১০ হাজার আধা সামরিক বাহিনীর কর্মকর্তা নিয়োজিত থাকবেন। একই সঙ্গে সার্বক্ষণিকভাবে চালু থাকবে প্রায় ১৫ হাজার সিসি ক্যামেরা!
তবুও প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ। নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে, সেজন্য যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসছেন প্রায় ১৬’শ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। ২০১০ সালে ওবামার ভারত সফরের সময় যে পরিমাণ মার্কিন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন, এবার থাকছেন তার দ্বিগুণ। ওবামার ভারত সফর নিশ্চিতের পর ধাপে ধাপে এই কর্মকর্তারা ভারতে আসা শুরু করেছেন। এদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা।
এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত করার কাজেও নেমে পড়েছেন। ভারতীয় কর্তৃপক্ষকে নিজেদের বিভিন্ন চাহিদার কথাও জানাচ্ছেন তারা। তাদের বিভিন্ন চাহিদার মধ্যে একটি ছিল- প্যারেড গ্রাউন্ডের ওপরের প্রায় ৫ কিলোমিটার আকাশ পথে বিমান চলাচলে নিষেধাজ্ঞা।
তবে তাদের বিভিন্ন দাবি মেনে নিলেও, এটি প্রত্যাখ্যান করেছে ভারতের সামরিক বাহিনী। প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্য ঠিক রেখেই ওবামার নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
এর আগে প্যারেডের দিন দিল্লি-আগ্রা সড়কে যান চলাচল বন্ধেরও দাবি জানায় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে এই তোড়জোড়ে বিস্ময় প্রকাশ করেছে দিল্লির হাইকোর্ট। শুক্রবার বিচারক বদর দারেজ আহমেদ ও বিচারক সঞ্জীব সাঞ্জেবার বেঞ্চ সংশ্লিষ্টদের প্রতি প্রশ্ন রেখেছেন, একজন বিদেশী প্রেসিডেন্টের নিরাপত্তায় এতো দ্রুত পদক্ষেপ নেয়া হলেও সাধারণ ভারতীয়দের নিরাপত্তায় কেন এমন জরুরি ব্যবস্থা নেয়া হয় না?
একই সঙ্গে অতিরিক্ত ১৫ হাজার সিসি ক্যামেরা বসানোয় কেন্দ্রীয় ও দিল্লি পুলিশেরও সমালোচনা করেন হাইকোর্ট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, রেডিফডটকম

 

আন্তর্জাতিক শীর্ষ খবর